গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের দিনব্যাপী অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা আদায়



মো. মেহেদী হাসান, গাজীপুর:
গাজীপুরে কাপাসিয়া ও সদরে তিনটি পয়েন্টে পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এ অভিযান চালায়। এসময় পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক নয়ন মিয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস  সহ একটি টিম উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। 

উপ পরিচালক নয়ন মিয়া জানান, 'আমরা কাপাসিয়ার বারিষব ইউনিয়নের গিয়াসপুর এলাকায় বায়ু দূষণ করা কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনকারী নামবিহীন একটি প্রতিষ্ঠানের সাতটি চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছি এবং কাপাসিয়া তরগাও এলাকায় ফকির মজনু শাহ ব্রিজ এর টোলপ্লাজায় হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে দুইটি ট্রাক কে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ইটিপি ব্যবহার না করে পরিবেশ দূষণের দায়ে গাজীপুর সদরের পূর্ব ডাগরি এলাকায় অবস্থিত টাইগার এনার্জি কোম্পানি নামক একটি ব্যাটারি কারখানা কে দুই লক্ষ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়েছে।'

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজি তামজিদ আহমেদ জানান, 'পরিবেশ দূষণ বিরোধী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। '