গাজীপুরে ছাড়পত্র বিহীন ৫ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ কাটল পরিবেশ অধিদপ্তর



স্টাফ রিপোর্টার, গাজীপুর:
ছড়পত্র না নিয়ে দূষণের দায়ে গাজীপুরে পঁচটি ওয়াশিং ও ডায়িং কারখানায় অভিযান চালিয়ে তাদের বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছেন পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৯ অক্টোবর) গাজীপুর নগরীর টঙ্গী ও গাছায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় ডেসকো, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পুলিস সদস্যদের টিম সহ পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক নয়ন মিয়া, সহকারী পরিচালক মমিন ভূইয়া ও পরিদর্শক সঞ্জিদ বিশ্বাস উপস্থিত ছিলেন।

অভিযানে টঙ্গীর হোসেন মার্কেটের জে. এম ওয়াশিং প্লান্ট, গাজীপুরার আলীফ লন্ড্রী, খাইলকুরের আলীফ লন্ড্রী ২, ভোগড়ার বেক বেঞ্চার ডেনিমলজি ও শরিফপুরের মিক সোয়েটার এন্ড ফ্যাশনস লিমিটেডের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক নয়ন মিয়া জানান, ‘আমাদের সদর দপ্তরের মহাপরিচালক মহোদয়ের অনুমোদন স্বাপেক্ষে গাজীপুরের বেশ কিছু ছাড়পত্র বিহীন প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ কাটার অভিযান চলছে যার দ্বারাবাহিকতায় আজ আমরা টঙ্গী ও সদরের পাঁচটি ডায়িং ও ওয়াশিং কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং দ্রুত আবারো অভিযান করে আরো কিছু প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।