শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে : গাপা
April 05, 2024
শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে নিম্নোক্ত চাহিদা বাস্তবায়ন করতে হবে
কার্যালয় : ভবনটি যথাযথ প্রক্রিয়ায় অনুমোদিত হতে হবে এবং শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী কার্যালয়ের আকৃতি হওয়া উচিত। এছাড়া এটি এমন আক্রিতিতে হবে যেন এক যায়গা থেকে সমস্ত শ্রেনীকক্ষ গুলি লক্ষ করা যায়। যাতে প্রধান শিক্ষক সহজেই সকলের প্রতি দৃষ্টি রাখতে পারেন।
বিশ্রাম কক্ষ:- বিদ্যালয়ে টানা ৫ থেকে ৬ ঘন্টা পড়াশােনাতে মনােযােগ রাখা কষ্টকর। তাই এক ঘেয়েমি কাটানাের জন্য অলাদা বিশ্রাম কক্ষের প্রয়ােজন।
মিডডেমিল খাওয়ার স্থান।
বিদ্যালয়ে শান্তিপূর্ন অবস্থা ও নিরাপত্তা।
টেলিফোন ও ইন্টারনেট সংযােগ।
বিদ্যালয় প্রাঙ্গনে বাগান।
বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী শৌচাগার নির্মান করতে হবে।
বিদ্যালয় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ও খেলার মাঠ থাকতে হবে।
প্রত্যেকটা শ্রেণিকক্ষে পাশে একটি করে ডাস্টবিন থাকা প্রয়োজন।
প্রত্যেকটি শ্রেণিকক্ষে একটি করে বাক্স থাকা প্রয়োজন যাতে চক,ডাস্টার গুলো তারা সামলে রাখতে পারে।