প্রিয় সুহৃদ,
শুভেচ্ছা নিবেন, আপনি জানেন যে, আপনাদের সহযোগিতা নিয়ে ‘গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা)’ বিভিন্ন সভা, সেমিনার ও কর্মসূচি সফল করে আসছেন।
আপনি আরও জানেন যে, সম্প্রতি উচ্চ আদালতে গাপা‘র সাধারণ সম্পাদক জনাব মো. মেহেদী হাসানের দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে মহামান্য আদালত, ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়’ সহ অধীনস্ত সংশ্লিষ্টদের প্রতি গাজীপুরস্থ বনভূমিতে জবরদখল উচ্ছেদে রুল নিশি জারি সহ প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ প্রদান করেছেন, যা এ অঞ্চলের বন ও জলবায়ু রক্ষায় অত্যন্ত জরুরী ও গুরুত্ব বহন করে বটে।
মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে জনস্বার্থে আগামী ২১ শে এপ্রিল ২০২৪ইং রোজ রবিবার সকাল ১০টায় বন অধিদপ্তর সদরের প্রতীকী কার্যালয় হিসেবে ঢাকা বন বিভাগের অধীনস্ত রাজেন্দ্রপুর রেঞ্জ কার্যালয় প্রাঙ্গণে নিম্নোক্ত দাবিতে গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা) একটি বিশাল মানব বন্ধনের আয়োজন করেছেন।
উক্ত মানববন্ধনে আপনি আপনার কর্মস্থ গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহ করে আমাদের বাধিত করার আমন্ত্রণসহ অনুরোধ রইল।
কর্মসূচি : ‘গাজীপুরস্থ বনাঞ্চলে জবরদখল উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশ অবিলম্বে বাস্তবায়ন ও বে-আইনি লাইসেন্সধারী সহ সকল অবৈধ করাত-কল ১৫ দিনের মধ্যে বন্ধের দাবিতে মানববন্ধন’
ধন্যবাদান্তে
গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা)