দুই দফা দাবি নিয়ে পরিবেশের নবাগত উপপরিচালকের সাথে গাপা’র সাক্ষাৎ


পরিবেশ অধিদপ্তর, গাজীপুর এ সদ্য যোগদানকৃত উপপরিচালক জনাব আরেফিন বাদলের সাথে গাজীপুর পরিবেশ আন্দোলন-গাপা'র ২ দফা দাবি নিয়ে সৌজন্য সাক্ষাৎ 

  • দাবি ১. বিধি বহির্ভূত ভাবে ছাড়পত্র প্রদান বন্ধ করতে হবে।
  • দাবি ২. দূষণকারী সকল প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন গাপা’র সভাপতি ফেডরিক মুকুল ‍বিশ্বাস, সহ-সভাপতি মো: ইসমাইল মোল্যা, সহ-সভাপতি মো. মোছাদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান প্রমুখ।