বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি - ২০২৪ ইং অনুষ্ঠিত

গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা)’র আয়োজনে ও ঢাকা বন বিভাগের সহায়তায় খাইলকুর বাদশাহ্ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আজকে (২৪ নভেম্বর ২০২৪ ইং রোজ রবিবার) সফল বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গাপা’র সভাপতি জনাব ফেডরিক মুকুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব আরেফিন বাদল।

গাপা’র সাধারণ সম্পাদক জানাব মোছাদ্দিকুর রহমানের পরিচালনায় এছাড়াও অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাইলকুর বাদশাহ্ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ জনাব প্রদীপ দেবনাথ। 

এসময় ঐ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে প্রায় পাচ’শ ফলজ ও বনজ চারা গাছ বিতরণ করা হয়।